সাতে পাঁচে কবিতায় কৃতিকণা
by
TechTouch Talk
·
Published
· Updated
পূরবী
সন্ধ্যারাগ দিগন্ত ছুঁয়ে দিলে
মুহূর্তে প্রকৃতির পটভূমি বদলায়।
কুশীলবদের সাজসজ্জা অচেনা হয়ে ওঠে,
বদলায় মুখোশের ছাঁচ।
সকালে ফোটা সূর্যমুখীগুলো
সন্ধ্যাবেলায় মাথা নত রজনীগন্ধা হয়ে যায়।
সকালের রঙিন গন্ধহীন শব্দগুলো
সাঁঝ আঁচলের ছায়ায় রঙহীন সুগন্ধী কবিতা হয়ে ওঠে।
গা ধুয়ে কবরীতে সন্ধ্যামালতী গুঁজে মুচকি হেসে ধীর পায়ে চাঁদ উঠে আকাশে।
আকাশে? নাকি কারো বুকের বাম দিকে?