T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় অরূপ

একদিন
দ্রাঘিমা রেখাকে ছুরি দিয়ে আঘাত করে ফিরি নিজের ঘরে
আয়নাতে ঝোলে নিজের জীবাষ্ম,
প্রশ্ন করি নিজেকে, এ কেমন মেটামরফোসিস!
আভিজাত খোলোস ছেড়ে, ফিরে আসি পুরাতত্বে।
সময়ের চক্রে পিষে যাই,
নাগরিক চেতনা নেশায় বুদ হয়ে যায়
অতীত এখনও নিষ্পেষিত
ভবিষ্যতে ক্যামেরার নেগেটিভ
অস্পষ্ট…