কবিতায় বলরুমে শিপ্রা সিংহ রায়

ঘরে বসে বসে মন যে কেমন করে
শুকনো গাছের পাতার মতো চিন্তা ঝড়ে পড়ে
গ্রীষ্মের দাবদাহে শরীর ঝালাপালা
বর্ষার বরিষনে আটক বন্দীশালায়
আকাশে বাতাসে পুজো পূজো রব
শরতে মায়ের আগমনী সুর শুনে
কাশ ফুলে যেনো মাতায় পরব
দিন কেটে যায় প্রহর গুনে গুনে
হেমন্তের স্নীগ্ধ শুভ্র প্রাতে
হীমের পরশ লাগলো বুঝি গায়
শীতের পূর্বাভাস দিয়ে গেল প্রানে
শীত এসে কড়া নাড়ে দরজায়
শীতের হাওয়ায় নাচন লাগে ফুলের বনে বনে
পাতা গুলো ঝড়ঝড়িয়ে পড়ে কানন কোনে
খুঁজে বেড়াই বসন্তকে আমার মনের মাঝে
বসন্ত সেই একই আছে
শুধু কোকিল ডাকে না যে।