কবিতায় অরুণ কুমার চক্রবর্তী

তেমন সহজ নয়
মানুষ এতো ভাঙতে পারে মানুষ
আর কিছু নয়
মানুষ এতো গড়তে পারে মানুষ
আর কিছু নয়
গড়তে গড়তে ভাঙতে ভাঙতে
বাঁচতে জানে মানুষ, তেমন সহজ নয়
তেমন সহজ নয় বুকের মধ্যে রাখা
সহজ সরল স্বপ্নগুলো পাথর দিয়ে ঢাকা, তেমন সহজ নয়
দু কাঁধ ধরে ঝাঁকিয়ে দিচ্ছো
মাড়িয়ে যাচ্ছো ভূমি, ভেবেছো কি
জমা পাথর বাজাবে ঝুমঝুমি
বারুদ অনেক জমা হচ্ছে, আগুনও জমছে পাশে,
শান্ত মানুষ যখনতখন উঠবে ফুটে
জ্বলন্ত উল্লাসে…