প্রতিদিন আমার স্বপ্নগুলো
প্রতিদিন আমার স্বপ্নগুলো
গুঁড়িয়ে যায়
তারপর আমি বিস্কুট খাই
আমি দশমিক বিন্দু পার হই
মার্কন্ডেয় শ্লোক মুখস্থ করি
রাত্রে ঘুমাই
সকালে ব্রাশ করি , বিস্কুট খাই
চা খাই
স্নান করি
জামা গায়ে দিই , প্যান্ট পরি
মেয়ে বউ এদের নিয়ে চিন্তা করি
শিমুলগাছটি
আমগাছটি
আর আমার তীব্র মনকেমন জুড়ে
সেই বাতাবিলেবুগাছটি
পাখিরা ওড়ে , মানুষজন কথা বলে
আমার স্বপ্নগুলো তখন – –
ঠিক মনে পড়ছে না
গতকাল কী ছিল জীবন সংকট