সম্পাদকীয়

 

এ বছর পুজোতে বাঁধ ভাঙা আনন্দ ছিল। দু বছর পর অতিমারী পেড়িয়ে পুজো । বাঁধনছেড়ার, মাস্কছেড়ার জয়গানের পুজো । আবার বাঙালীর সেরা উৎসবের আন্তর্জাতিক মান পাওয়ার পুজো । অতিমারীতে চলে গেলেন কতজন তবু জীবন তো থেমে থাকে না, জীবন চলে নিজের তরঙ্গের উথাল, পাথাল নিয়ে । আর সে তরঙ্গের রঙ্গে যে চলতে পারে সেই বেঁচে গেল । এই পুজোতে সিঁদূর বঞ্চিত বহু মানব, মানবী প্রাণভরে সিঁদুর খেলেছেন, বরণ করেছেন, বিসর্জনে গেছেন ।
হেমন্তের আকাশে শরত রবি এখনও সেই ভাঙনের জয়গান গাইছে ।

ইন্দ্রাণী ঘোষ

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।