কবিতায় পদ্মা-যমুনা তে আলতাফ হোসেন উজ্জল

হায়েনার হিংস্রতা নিয়ে
হৃদপিণ্ডটা চলছে বিদ্রোহী
ঝান্ডায়,
তা-ই তো বলি বড্ড ভালোবাসি
তোমারই অদৃশ্য হৃদয়ের
রঙে রাঙানো ভূবণ,
দুঃস্বপনের সংস্কৃতিতো বিলীন
হয়নি
তোমারই নীল নয়না আকাশে,
এখনো বহু কথা গেঁথে আছে
একবুক তৃষ্ণার সূর্য শ্যাওলার
ফাঁক গলে।
এখনো সাদা-কালো অর্থায়ন হয়নি
হায়েনার হিংস্রতা নিয়ে,
হস্তে আমার,মিশ্রিত লালা
নিঃসরণ হয়নি
নষ্টদের দানবমুঠোয়।
এখনো হায়েনার হিংস্রতা নিয়ে
কামড়িয়ে ছিড়ে ফেলিনি
কারোই শুভ্র নির্মল নিষ্পাপ কণ্ঠ,
এখনো কারো রঙিন স্বপ্ন
প্রচ্ছদে চিহ্ন দেইনি শুধু
তোমার শুভ্রতার পাবার আশায়,
অনন্ত অঙ্গন পরিপূর্ণ সৃষ্টির রহস্যের
সঙ্গে যুক্ত তুমি!
এতএব সঙ্গে যুক্ত আমি,
কিন্তু মাইন্ড সেটআপ করেছি,
বিদ্রোহ নাভিশ্বাসে,
হৃদয়ের ঘরে সৃষ্টি ,
তা-ই তো ফিরে এলাম
মানব ভূবণে,
সূর্য স্নান স্বপ্ন জাগে অদৃশ্য
এক অম্বিকায়।।