কবিতায় পদ্মা-যমুনা তে আবু জাফর সিকদার

অলৌকিক এক বীজপত্র

সূর্য দীঘল আলোর পরশে
আলোকিত হয় প্রতিটি ঘর
অলৌকিক এক বীজপত্র থেকে
শিকড় বেয়ে উঠে আসে প্রাণের মহীরুহ।

সুবর্ণ প্রহর পেরিয়ে শতাব্দীর দিকেই ঘুরে গেছে বাঁক ,
ছড়িয়ে পড়ে শিখরে প্রকাণ্ড ডাল পালা, পুষ্পপল্লব ;
সুবাসিত পুষ্পের পেলবতায় ছুঁয়ে গেছে সাত কোটি অন্তর।

যখন অব্যর্থ হয় কণ্ঠ আর তর্জনি
অতি তুচ্ছ হয়ে যায় অস্ত্রের ঝনঝনানি
তামাকের কুণ্ডলিত সৌখিন ধোঁয়াতে
উবে গেছে পোড়া বারুদের হিংস্র ধ্বনি।

শ্যামলিমা বঙ্গে মুছবে না তার সেই অভূতপূর্ব শান,মান
সাগরে যেমন ঊর্মিমালা জাগে, রণে আজও মুক্তির গান।

Spread the love

You may also like...

error: Content is protected !!