কবিতায় বলরুমে নিবিড় সাহা

গঙ্গা ফড়িং

ইলশেগুড়ি বৃস্টি পরে
চিলেকোঠার পাশে,
বাঁশের মাথায় ভেজা শালিক
শব্দ জলে ভাসে l

আধো আলোয় আকাশ জুড়ে
বাদলা পোকার ঝাঁক,
হাপিত্যেসি শুকনো উঠোন
জ্বলে পুড়ে খাঁক l

জমা ধুলোয় বৃষ্টি পরে
ইচ্ছেরা স্নান করে,
বৃষ্টি ভেজা উঠোন জুড়ে
গঙ্গা ফড়িং চড়ে l

সুতোর ফাঁসে আটকাতে
সেই ফড়িং ধরার খেলা,
ভেজা সুতোর জট ছাড়াতেই
গড়িয়ে গেলো বেলা l

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।