কবিতায় বলরুমে নীল মিত্র
প্রয়োজনে কাছে আসা
জানি তুমি আমায় আর চাইবে না,
চাঁদের জোছনায় আর ভালোবাসবে না।
তোমার প্রয়োজন ছিল একটা খেলনা,
প্রয়োজন ফুরালে কেউ তো মনে রাখে না।
আমি তো ছিলাম গাছ থেকে ঝরা পাতা,
অবহেলা লিখে দিয়েছিল কপালে বিধাতা।
তুমি এসে তুলে নিলে, ধরলে আমার হাতটা,
ভেবে বসলাম ফিরে পেলাম আবার জীবনটা।
ভালোবাসার মায়াজালে বেঁধে ছিলে আমায়,
নিজের সবটুকু তাই উজাড় করে দিয়েছিলাম তোমায়।
তুমি রসটা চুষে নিয়ে নিঃস্ব করলে আমায়,
শুকনো পাতার মূল্য বলো কেই বা দেয়?
জানি তুমি আমায় আর মনে রাখবে না,
সর্বহারার কাছে আর কিছুই নিতে আসবে না।
কখনও কি ভালোবাসায় কম করেছি তোমায়?
তবে কেন খেলা খেলে মন ভেঙে কাঁদালে আমায়!
প্রয়োজনে কাছে আসা, মন ভরে গেলে দূরে থাকা,
এটাই কি ছিল তোমার এতো ভালোবাসা?
একটুখানি ছোঁয়ার জন্য আমায় করেছো অনেক ছেলেমানুষী,
এখন কাঁদাচ্ছে আমায় তোমার সেই সব স্মৃতি।
রোজ সকালে ঘুমের ঘোরে বিদায় দিয়েছি তোমার আশা,
রাতের অন্ধকারে চুপিসারে তোমার কাছে আসা।
তখন বলতে কতো মিষ্টি কথা, দিতে উষ্ণ ভালোবাসা,
বুঝিনি সব ছিল ছলনা, তাই ঘিরে ফেলেছে আমায় নিরাশা।
দূর আকাশের চাঁদের আলোয় কবে পাবো তোমার দেখা?
স্বপ্নের মতো তুমি জাগিয়ে যেতে শুধুই আশা,
মানতে পারি না তোমার প্রতারনা, প্রয়োজনে কাছে আসা,
জানতে চাই এ কেমন তোমার নিঠুর ভালোবাসা?