সাতে পাঁচে কবিতায় শীতল বিশ্বাস

দয়া কায়া মায়া ছায়া
ছায়ার সাথে কায়ার সম্বন্ধ অঙ্গাঙ্গি
কায়া ছাড়া ছায়ার অস্তিত্ব নেই
ভোরে এবং গোধূলির ছায়া চক্রবালে বিস্তৃত,
সম্পর্কেরা একে অন্যের সাথে অঙ্গাঙ্গি–
দুপুরের ছায়া কায়ার সাথে লম্বিত সমস্যায়-
তবুও
ছায়া কায়া মায়ায় ভরে থাকে অন্ধকারে
মায়ায় কোন ভাষা নেই—
দয়া মায়ায় পর্যবসিত হলে
সব মায়াতে দয়া থাকে না
সব কায়ার ছায়া হয় না।