T3 || রবি আলোয় একাই ১০০ || সংখ্যায় চিরঞ্জীব হালদার

দিন
এমত ঢলে পড়ার আগে দিয়ে যেও দিন
প্যান্টের পকেটে মৃদু আতা বীজ তার
ঠিক ঠিক বাঁশি হয়ে ওঠেনি কখনো
ঠিক ঠিক সেই মুখ হাসি তার গহন গভীর
নাম ভুলে গেছি সে কেন দাঁড়াতো না পারা
অংকের সমাধানে তীক্ষ্ণ ঈর্ষা যদি কথা
অন্য খাতে গড়াতো কখনো ভুল ঘোরে
দিয়ে যেও দিন দোলা খোঁপা ভাসাতো চঞ্চল
জলছবি দিয়ে যেও শিলা বৃষ্টি খানিক
আমের যৌবনে খানিক এবড়ো থেবড়ো
দাগ দিয়ে যেও সারল্য সরবত যেভাবে
ঢাকা থাকে পথ ভুলে তোমার পাহাড়ে
এসো মুগ্ধ ঝাপসা কাজল রূপ আনতো অসীম
আপামর নিষিদ্ধ কথা স্তদ্ধ হয়ে থাক আজীবন।