T3 || বিশ্ব কবিতা দিবস || সংখ্যায় শম্পা সাহা

কবিতা আসলে
কবিতারা আসলে কবির ধর্মের মত যা মজ্জায় মজ্জায় গেঁথে দেয় আত্মনিপীড়নের শর্ত!
কবিতা আসলে অবুঝ প্রেমিকার মত,যার দিনরাত্রির বিভেদ চোখে পড়ে না,শুধু চোখে পড়ে মিলন মুহূর্ত!
কবিতা আসলে বর্ষার অঝোর ধারায় নেমে আসা ,প্রাণস্নিগ্ধ ধারা,যা ফুটিফাটা মাটির বুকে সবুজকে জাগিয়ে দেয়।
কবিতা আসলে অমাবস্যার চাঁদের মত,যা না থেকেও থেকে যায় অতৃপ্ত পিপাসার মত,শুধুই তৃষ্ণা বাড়িয়ে দেয়।
কবিতা আসলে বৃষ্টি,
কবিতা আসলে রোদ,
কবিতা আসলে জন্মের মত
ঋণ আর শোধবোধ!
কবিতা আসলে তোমার বলা মিথ্যে কথার মত!
সোনার পাথরবাটি, তবু প্রেমিক করে যতন।