কন্যের সাজে সোমা চট্টোপাধ্যায় রূপম

আজ তোমাদের ছোট্ট ছোট্ট টিপস্ দেবো যেগুলো তোমাদের ত্বক রাখবে একদম ন্যাচরাল। এসো দেখে নিই।

#১- দুধ গরমে অনেকের বাড়িতেই কেটে দই হয়ে যাচ্ছে। সেটা ফেলে না দিয়ে মুখ সহ গোটা হাত, পিঠ ও পায়ের পাতাতে লাগিয়ে নাও। শুকিয়ে গেলে হালকা ঘষে তুলে দাও। ত্বকের ট্যান উঠে যাবে।

#২- একটা টম্যাটো অর্ধেক করে কেটে নাও। এবার কনুই, হাঁটু ও গালে গোল গোল করে ঘসতে থাকো। নোংরা উঠে গেলে ঠান্ডা জলে ধুয়ে নাও।
সপ্তাহে ২/৩ দিন এরকম করলে কালচে ত্বকের কালচে ভাব দূর হবে।

#৩
সারাদিন এসিতে থাকার কারণে ত্বক রুক্ষ হয়ে যায়। দুধের বাটির পরে থাকা মাঠা নিয়ে পরিস্কার করা ত্বকে ম্যাসাজ করো ১০/১২ মিনিট। ত্বকের জৌলুস ফিরবে।

#৪
হলুদ, ব্যাসন, শশার রস ও গোলাপ জল, নিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নাও। পরিস্কার ত্বকে লাগিয়ে নাও এবং শুকিয়ে নাও। অল্প জল দিয়ে ঘসে পরিস্কার করে নাও। ত্নকের এজিং দূর হবে।

#৫
একটা শুকনো কাপড়ে বরফ নিয়ে প্রত্যেকদিন ধোয়া মুখে ম্যাসাজ করো ১০/১২ মিনিট।
এরপর নরম্যাল জলে ধুয়ে কোনো টোনার ও ময়স্চারাইজার মেখে নাও। ত্বক উজ্জ্বল হয়ে উঠবে।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।