কবিতায় পদ্মা-যমুনা তে আলতাফ হোসেন উজ্জল (গুচ্ছ কবিতা)

ক্ষুদে বার্তায় তুমি
১.
টুয়েন্টি ফোর ঘন্টার যতক্ষুন
মস্তকের কর্মময় ক্ষমতা থাকে,
ততক্ষুন অপেক্ষারত আমি
কখন কথা হবে তোমারই
সাথে,
কথা হবে নিরবে নিভৃতে,
হয়তো হয় হয়তো না,
তবু টুয়েন্টি ফোর ঘন্টার স্বপ্নময় জগৎটা আমার,
তোমারই কণ্ঠ আমারই কণ্ঠে
অমৃতবাণী বর্ষন হয়।।
২.
নদীটার তীরে দাঁড়িয়ে কিছুক্ষণ
তাকিয়ে দেখি
কবিতার তিল ফুল ;
তাইতো তোমার জন্য রহিলো
তিল ফুলের ক্ষনিক চিহ্ন!
শুভ সন্ধ্যা।