|| কালির আঁচড় পাতা ভরে কালী মেয়ে এলো ঘরে || T3 বিশেষ সংখ্যায় গৌতম বাড়ই

ভাণ্ডারা
বালিরপ্রদেশ গুহ্য ছিল, নক্ষত্ররা ভিড় করে আসে
দীর্ঘকালের অযাচিত সময়
আমায় এক মুহূর্তের কবিতা দিল না
ব্যথারা বর্ষীয়ান হয় মনের মাঝ বরাবর
সরলরেখার কালোচৌকি বসানো যেখানে
সৃষ্টিকে নিয়ে নাড়াচাড়া করি এখন
অসীমের নিঃশেষে খুঁজে পাই তাকে
সৃষ্টির পেছনে যে জৈবনিক প্রক্রিয়া
তাতে কতটা দুগ্ধ
আর কতটা জল?
সৌন্দর্যের অপার রহস্য পোশাক খুলে ফেলে
সৌন্দর্যেরও ওপরে স্থানুবৎ দাঁড়ায়
মোক্ষ নয়, মোহ আর কাম
স্মৃতি কিছু পাপ জমা করে রাখে
প্রেম নয়, মোহ আর কামের চরম স্বীকারোক্তি
ব্রহ্মার পদ্মনাভি মূলে রামগড় কী শোলে
বাসন্তী টাঙ্গেওয়ালী দু- মাসের ভাণ্ডারা স্ফূর্তি
হারানের বৌ বকখালি যায় আর
নয়নের বৌ ভিক্টোরিয়ার ঘাসে নাড়ুর পাশে বসে
সম্পর্কের কথা কয়।