কাব্যক্রমে রেজুয়ান সরদার
by
·
Published
· Updated
১| আকাশ রঙ বদলায়
আকাশ রঙ বদলায়, গিরগিটির মতো।
নীল আকাশের কালোর ঘনঘটা
মূহুর্তেই মিলিয়ে যায়, পাখির ডানা ভিজিয়ে।
গোধুলী বেলার কনে-দেখা রোদ
সাজিয়ে তোলে নারীর অপরূপ শোভা।
কালো হয়ে রাতে আবার
বাঁচিয়ে তোলে মৃতপ্রায় জোনাকি, তারাদের।
আকাশ রঙ বদলায়, সকালে
এ জগৎ-কে লাল রঙে নাইয়ে।
ময়ূরের নীল পেখম-তুলি নাচ
বৃষ্টির গুরু গুরু হাঁক, ব্যাঙের মকমকি;
খিচুড়ির পাতে তাজা ইলিশ ভাজা আসে
আকাশ রঙ বদলে কালো হলে।
আকাশ রঙ বদলায় নবজীবনের গান গেয়ে;
আর, গিরগিটি রঙ বদলায় তার চরিত্রে।
২| গল্পটা গল্পের মতোই থাক
পাশের বারান্দায় ঝলমলে রোদ্দুর
আমার আঁধার কুঠুরিতে নিঃসঙ্গ চাঁদ।
খাতার কাগজগুলো সাদা রঙে ভরা,
কলমের কালি আজ নির্বাক, বিভ্রান্ত।
অতঃপর, গল্পটা গল্পের মতোই থাক।
সন্ধ্যা নামলেই বৃষ্টি পড়ে অঝোরে,
রাতের তারাগুলো ছায়া খোঁজে অশ্বথের;
পীত বর্ণ কাক রাতেও কালো কুচকুচে।
আঁধারের আলোও দীর্ঘ, প্রসন্ন ক্ষণ্ বিমূর্ত;
নারিকেলের মাথায় জোনাই জ্বলে মিটমিট,
দিঘিতে লুটিয়ে পড়া চাঁদ আজ স্নিগ্ধ।
তবুও কালো মেঘে ধারা বইছে,
তিরের ফলার মতো তীক্ষ্ণ বাতাসে।
আগুন জ্বলেছিল মনে কোনো এক ক্ষণে,
তার কয়লার কালির রঙ আজ ঝাপসা!
পীচ বর্ণ রাতের আঁধার; চাঁদের কলঙ্ক,
অলংকৃত কলেবরে, সূর্যের গায়ের দাগ।
আমি তো নস্বর এক অতীত,
সত্ত্বাহীন অগ্ন্যুৎপাতে বিদ্ধ;
জীর্ণ বিদীর্ণ কন্ঠে আধবোজা চোখ!
খেয়া পারের সময় আসীন,
আবহমান জলাধারে,
তরী, ঘাটে বাঁধা, চাঁদের জলে।