কাব্যানুশীলনে সুব্রত মিত্র

মর্ম কথা

একদিন সব কোলাহল থেমে যাবে
হয়তো সেদিন আমি থাকবো না;
একদিন আবার হঠাৎ করে কোলাহল শুরু হবে
হয়তো সেদিন আমি থাকবো না,
একদিন আবার সকলে নীরব হতে হতে সমবেত কণ্ঠে বলবে কারুর নাম
হয়তো সেদিন আমি থাকবো না;
একদিন সব দেয়া-নেয়া মিটে যাবে পড়ে রবে এই আপন ভুবন
হয়তো সেদিন আমি থাকবো না,
একদিন পৃথিবীর আকাশে কবিদের ছায়া হয়ে মায়া গুলো পড়ে রবে
হয়তো সেদিন আমি থাকবো না;
একদিন স্বার্থের বিনিময়ে ভালবাসার বড় অভাব হবে
হয়তো সেদিন আমি থাকবো না,
একদিন এই মায়ার পাথরগুলো ফুল হতে গিয়েও ফল হয়ে ধরা দেবে
হয়তো সেদিন আমি থাকবো না;
একদিন হয়তো তোমরা ভুলতে গিয়েও ভুলতে পারবেনা আমায়
হয়তো সেদিন আমি থাকবো না,
যদি কোনদিন কেউ করো আমায় নিয়ে সমালোচনা
হয়তো সেদিন আমি থাকবো না;
পৃথিবীর গায়ে আমি খোদাই করা বিরম্বনা
আমি মরচে পড়া শব্দের ধাতু, আমায় সকলে চিনলো না।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।