কবিতায় বলরুমে আশীষ গুহ
by
·
Published
· Updated
মেঘবালিকা
আজ তেপান্তরের মাঠে
মেঘ বালিকা এসেছিল রৌদ্র চিঠির খোঁজে।
বাদলা আকাশ পাগল বাতাস
কোথায় আলোর রশ্মি!
কে লিখবে, কোন পালকে
কোন সে রৌদ্র মসী…
আকাশ পটে লিখেছিলাম মিষ্টি কিছু কথা
ঢেকে দিলো বাদলা মেঘ এসে,
মনের মাঝে অনেক কথা জমে
বলা আর হয়না অবশেষে…
মেঘ বালিকা ফিরে যাবে দূর আকাশের দেশে
রৌদ্র হঠাৎ চমক দিয়ে ওঠে,
আমার লেখা মিষ্টি কথা গুলো
ভেসে ওঠে নীল আকাশের পটে।
মেঘ বালিকা রৌদ্র চিঠি পড়ে
স্বপ্ন ছোঁয়া লাজুক নয়নে,
আমার চিঠির জবাব পেয়ে গেলাম
বৃষ্টি ভেজা অলীক শ্রাবনে….
আজ তেপান্তরের মাঠে
মেঘ বালিকা উত্তরিলা বৃষ্টি কন্যার সাজে।