• Uncategorized
  • 0

কাব্যক্রমে বিপ্লব গোস্বামী

১| বর্ষা দিনে

বর্ষা দিনের বাদল হাওয়া
নূপুর বেঁধে পায় ;
কলসি কাঁখে পল্লীবালারা
জল আনতে যায়।
মাঠে-ঘাটে আজি অথৈ বারি
মাঝি উজান যায়।
মাঠে যেতে কৃষাণ বালক
বাউল গান গায়।
দোয়েল,কোয়েল ডাহুক  ডাকে
বাগে ফোটে রকমারি ফুল ;
জোড়ায় জোড়ায় ময়না উড়ে
চড়াই , শালিক বুলবুল।

২| বর্ষারাণী

সাজিয়াছে আজি বর্ষারাণী
মাতিয়াছে আকাশ ধরণী ;
অঝর ধারায় ঝরিতেছে বারি
বাহিয়া মেঘের তরণী।
আনন্দে আজি মাতিয়াছে পাপিয়া
মুখরিত কানন কূজনে ;
গগনে বনানীতে বড় ভাব আজি
সীমান্তে চুমিছে দুজনে।
পুষ্পে আজি ভরিয়াছে কানন
শ‍্যামলী বালা  হরষা ;
তটিনীতে আজি ভরা যৌবন
নামিয়াছে আজিকে বরষা।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।