শুরু করে দিলে “ধুমকেতু”তব সাধের ম্যাগাজিন
হানিলো হানা তব উপরে তাই ব্রিটিশ হৃদয়হীন।
শুধু নয় দ্রোহ পাশাপাশি ছিল প্রেমেরও বার্তাও
“মোর বেদনার তপশ্যা শেষ মিলনের বার্তা দাও”।।
বিদেশি ভাষার সমারোহ দেখি তব গানে কাব্যেই
“খঞ্জর মারো গর্দানেই পঞ্জরে আজি দরদ নেই “।
বিশ বছরেই সাহিত্য গানে অবিচল আনাগোনা
যেখানেই তুমি দিয়েছো হাত ফলিয়েছো শুধু সোনা।।
বিদ্রোহী কবি তকমা লাগিয়ে হাতে দিল হাতকড়া
স্তব্ধ করতে পারেনি তবু তব লেখনী পাগল করা।
অনশনে ছিলে কত দিনরাত গৃহ ছিল জেলখানা
কবিতাতে তুমি আগুন ঝরালে বাজিয়ে “অগ্নিবীণা”।।