কাব্যক্রমে রূপম দেব
by
·
Published
· Updated
১| বোধ
তোমাকে
দ্যাখা আর
না দ্যাখার মাঝেই
নৈকট্যের সাঁকো আঁকা !
প্রযত্নে;
নিগুঢ় সন্তরণ
তোমার ঠিকানায় ! জল্পনায় উড়ে
হাওয়া হরিৎ সুখ আনন্দ আল্পনায় !
তবুও
জলরঙা
ঢেউয়ে ভাসে
বিশীর্ণ বোধ ; কেউ
বলে এ অভিমান; বুক পোড়া আক্ষেপ !
হয়
যদি সান্ত্বনা !
দিনভর রাতভর ! মিহি অভিমান !
২| সন্তরণ
অদৃশ্য যা কিছুই
পার্থিব চোখে অক্ষরবন্ধী হয় না ;
যেমন তুমি যেমন আমি !
বিবাগী পলেস্তরায়
জমে কত উদাসী শিশির ! টুপটাপ !
পলে পলে পাঁজরময় নীরব জলতরঙ্গ !
বুকের উঠোনে স্তব্ধ
প্রণয় কুহক বহুসহস্রাব্দ ; পর্ণমোচী
বিরহ প্রসারিত দূরত্বে আঁকে ম্রিয়মান জলছাপ !
তবুও পান্ডুলিপি
ভরে উঠে রোজ রাত রোজ দিন শব্দময়
সম্ভারে নিঝুম সন্তরণ।