১) চলে গেলেন ভাওয়াইয়া সম্রাট শ্রী ধনেশ্বর রায়! বঙ্গরত্ন তথা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি.লিট উপাধি প্রাপক! গতকাল, ২১শে মে হৃদরোগে আক্রান্ত হন, শিলিগুড়ি মেডিকেল কলেজ যাওয়ার পথেই প্রয়াত হন তিনি! তার লেখা “ও বৈদেশা বন্ধু রে, একবার উত্তরবাংলায় আসিয়া যান” গানটির মাধ্যমে উত্তরবঙ্গে আসার আহ্বান অনেক ভ্রমনপ্রিয় মানুষকে উত্তরবঙ্গের প্রতি আকৃষ্ট করেছিল! ডুয়ার্স তথা পশ্চিমবঙ্গের ভাওয়াইয়া জগতে এক অপূরনীয় ক্ষতি!