সাতে পাঁচে কবিতায় জয়ন্ত চট্টোপাধ্যায়
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
পরাজয় – ২
জমাট তুষার প্লেটের গভীরে মাছের অলৌকিক অক্সিজেন
আর বেঁচে থাকা। নাঙ্গা তপস্বীর মতো শীতের উষ্ণতা খায় জীবন্ত জীবাশ্মের রূপকথা।
একটা জমাট রহস্য গল্প লিখেছে জীবন।
তুষারের লুকিং গ্লাস খোঁজে মেরু ভল্লুক আর সাদা নেকড়ের দল।
তাদের ঘ্রাণকোশ স্নিফার ডগের চেয়ে ধারালো।
অস্ত্রে শান দেবার ছলে
নখ আর বরফকাঠিন্য চুরমার প্রায় ঘূর্ণির ঘুপচি ঘর।
প্রিয় মাংস আর রক্তের গন্ধে মহাভোজ। হিমরক্তের যত আগুন আস্ফালন
সব সেই গোদা চতুষ্পদে। সমর্পণ মানে যে হনন।
শক্তিমানের আগ্রাসন কোনো যুক্তিজাল মানে না।
সমান্তর নাটক দেখেই ইতিহাস শেখা।
কেবল অচেনা বিষ ক্ষমতার প্রহসন বড়ো জোলো করে দেয়।
পরাজয়।
জীবন হানি আর অঙ্গহানি কীসে লাভ বেশি হিসেব চলতে পারে
নাক আর যাত্রার প্রবাদ আছে না!