• Uncategorized
  • 0

T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় অমিয়কুমার সেনগুপ্ত

তোমার এ জন্মদিনে

প্রাণের ঠাকুর তুমি, আভূমি প্রণাম
নতশিরে জন্মদিনে, কবি, জানালাম ।
এটুকুই দিতে পারি; নিতে পারি কই
তোমার অমৃত বাণী! গোবিন্দকে খই
দেওয়ার মতন! আহা এই পোড়া দেশ
তোমাকে দেখায় যেন তাচ্ছিল্য ও শ্লেষ!
মূঢ়-ম্লান-মূক মুখে ভাষা দেওয়া আর
হল কই! বাঙালির চলন-আচার
তোমাকে শ্রদ্ধার নামে অবিকল্প রয়?
এখনো ‘ঠাকুর’ তুমি! মনে জাগে ভয় ….
.বাংলার ক্যালেন্ডারে শুধুই যাপন
পঁচিশ বৈশাখ আর বাইশ শ্রাবণ ….
(অবশ্যই নববর্ষ পয়লা বৈশাখ )
এ নিয়েই বাঙালির বাজে জয়ঢাক।
তারপর বিদেশীয় চলন-বলন
বাঙালি লালন করে সারাটা জীবন —-
এই তুমি চেয়েছিলে! পার্বণমাফিক
তোমার বন্দনা শুধু …. মাতে চারিদিক ।
তবুও এখনও আছো জীবননির্ভর —-
তোমার এ জন্মদিনে ফের বাঁধি ঘর।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।