|| অণুগল্প ১-বৈশাখে || বিশেষ সংখ্যায় রণিত ভৌমিক

কাগজের প্লেন
ছোটবেলার সেই খাতার পাতা ছিঁড়ে কাগজের প্লেন বানানোটা ছিল নেহাতই তখন স্বপ্ন উড়ানের মতো। স্কুলের টিফিন ব্রেক হোক কিংবা ছুটির পর, বন্ধুদের সঙ্গে খেলার ছলে কার প্লেন উড়ে কতদূর যাচ্ছে, সেটা দেখাই ছিল তখনকার আনন্দ। কিন্তু ধীরে ধীরে বেড়ে ওঠা মধ্যবিত্ত পরিবারের ছেলে পিনাকীর কাছে আজ রাস্তায় দাঁড়িয়ে অন্য কোনও শিশুকে একইভাবে কাগজের প্লেন হাতে বন্ধুদের সঙ্গে খেলা করতে দেখলে ওঁর মনে হয়, জীবনের পূরণ না হওয়া একগুচ্ছ স্বপ্নকে যদি এভাবেই আসীম আকাশে উড়িয়ে দেওয়া যেত, তাহলে বোধহয় ছোটবেলার মতোই সমান আনন্দ উপভোগ করার আরও একটি সুযোগ পাওয়া যেত।
হ্যাঁ! কারণ দিনের শেষে অগুনতি তারা নিয়ে হাজির হওয়া ওই আকাশের দিকে তাকিয়ে চোখ ভেজানো ছাড়া অন্তরের ওই যন্ত্রণাটা যে আর কিছুই দিতে পারে না।