মার্গে অনন্য সম্মান খুশী সরকার (সর্বোত্তম)
by
·
Published
· Updated
অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৩৯
বিষয় – বসন্ত কি শুধুই প্রেম আনে ?
ফিকে বসন্ত
রঙে রূপে রসে গন্ধে বসন্ত ভাসে
দখিনা বাতাসের উতল প্রাণে,
আবিরের রঙে নীল আকাশ রঙিন
সবুজ নাচে যৌবনের গানে।
গাছে গাছে কচি পাতা দোলায় মাথা
কোকিল ডাকে মধুর কুহুস্বরে,
ফুলে ফুলে ভরা অপরূপা ধরা
মধুলোভী অলি ডানা মেলে ওড়ে।
পাখির কুজন আর ভ্রমরের গুঞ্জনে
ধরার বুকে আনন্দের শিহরণ,
নর-নারীর বুকে নব প্রেমের উল্লাস
আবিরের গন্ধে প্রথম পরশের কাঁপন
পুণ্য বসন্ত উৎসব বৈষ্ণব ধর্ম দর্শনে
বসন্তে রাঙা বিশ্বকবির শান্তিনিকেতন,
দ্বাপর যুগে রাধাকৃষ্ণের রঙের খেলায়
বৈষ্ণবীয় ধর্মতত্ত্বে মানবিক আবেদন।
বসন্তে প্রেমেরই জোয়ার ধরাতলে
পুষ্পে পুষ্পে হাসির রেখায় ফোটে,
অশোক পলাশ শিমুল কৃষ্ণচূড়া
নব অনুরাগে ফোটে রাঙা ঠোঁটে।
বাসন্তিক রূপের বাহার জগৎ জুড়ে
মনের তারে বাজায় প্রেমের সুর,
রাধাকৃষ্ণের পূণ্য প্রেমের রঙ খেলা
যুগের বাতাসে ভেসে গেছে বহুদূর।
আজ ফাগুনের জ্বলন্ত আগুনে যেন
পবিত্র বসন্তের মাহাত্ম্য গেছে পুড়ে,
আবিরের অজুহাতে তনুর পরশে যেন
দেহ কামনা জ্বলে শুধু মন জুড়ে।
বসন্তে সৃষ্টির জোয়ার আসে ধরায়
উথাল পাথাল খুশির ঢেউ তোলে মনে,
তারই পাশে আসে মারী গুটিকাকে নিয়ে
দারুন যন্ত্রণায় মানুষ ভোগে গৃহকোণে।
বসন্ত বাঁধে মানুষে মানুষে এক প্রাণে
উঁচু-নিচু ধনী-গরীব সকলেরে নির্বিশেষে,
জাতি-ধর্ম- বর্ণ-বয়স অভিন্নে নর-নারী
মিলনের গান গায় বসন্তে হেসে হেসে।
বসন্ত আসেনি আজ অনাবিল আনন্দে
এনেছে সাথে শোক দুঃখ বেদনা হতাশা,
করোনার সংক্রমণে এবার বসন্ত বিষাদে
বিপন্নতার় উত্তরণে এসো জাগাই আশা।