স্কুল পালিয়ে ঘুরতে যাওয়া, আর ছিল খেলা,
পিছন ফিরে তাকিয়ে দেখি ডাকছে ছেলেবেলা ।
ঘুরে দাঁড়িয়ে সামনের দিকে এগিয়ে যতো যাই,
পৃথিবীর অনেক নতুন রূপ দেখতে আমি পাই ।
এগিয়ে যাওয়ার পথে আমি হোঁচট খাই যতো,
সমাজের সব ভালোমন্দ নজরে আসে ততো ।
খারাপের বিরুদ্ধে যখনই প্রতিবাদ যারা করে,
খারাপ ছেলের তকমাটা তাদের আষ্ঠেস্পৃষ্ঠে ধরে ।
ক্লান্ত হয়ে তারাই যখন অন্যায়কে মেনে নেয়,
কাপুরুষ বলে সেই সমাজই তাদের দূরে সরিয়ে দেয় ।