সাতে পাঁচে কবিতায় মােনমাঝি মনীষা
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
পুনশ্চ
কবিতা কি কি কখনও শেষ হয়…
যতই হােক না কেন জীবনের পথে
কিছু সম্পর্কের অবক্ষয়…
জীবন চলেই চলে বেছে নিয়ে জীবনের দিক
দিশেহারা সাময়িক হলেও
জীবন দিশা খুঁজে নেয় শেষে ঠিক
প্রতিদিন নিয়মিত সূর্যোদয় সূর্যাস্তের আলাে
কিছু কিছু সম্পর্কের অস্তের পরে
আলােকিত কবিতারা হয়ে ওঠে বড়াে বেশি ভালাে
শ্মশান হােক না যত সত্য কঠোর
তবুও হাসি মুখে আমি কান পাতি চৌকাঠে
আগামীর শব্দ ভরে আঁতুড়ঘর
শ্মশানচিতার ছাই মেখে
তা থৈ তা থৈ নাচে রুদ্র মহাকাল
নটরাজ যােগাসনে আগামীকে ডাকে
আমার শিশুকন্যা অঘােরে ঘুমায়
শৈলজা যেমন ঘুমিয়েছিল উত্তরায়নে
বােধনের শঙ্খে জাগা কন্যাকে দেখি মহাময়ায়
শেষ তাই শেষ কথা নয়
শেষের দাড়িতে থাকে অশেষ আগামী
সূচনার অফুরন্ত পথেই নতুন বাক্য লেখা হয়
আবার কবিতারা তাই জাগে
কাব্য হয়ে ওঠে জীবনের মহকাব্য তখন
কবিতাও সাজ করে পূর্বরাগে নব অনুরাগে…