কবিতায় শৈলেশ কুমার দে by TechTouchTalk Admin · Published September 21, 2019 · Updated September 21, 2019 ঝড় একট ঝড়ের বোধহয় সবারি প্রয়োজন , মুখোশের আড়ালের মুখটা দেখা যায় | শুখনো পাতা, মরা ডাল গুলো …. ঝরিয়ে দিতে | একটা তুমুল বৃষ্টির বোধহয় প্রয়োজন , জমাট মেঘগুলোর আড়ালে লুকিয়ে থাকা আকাশ টাকে কাছে পেতে | একটা প্রেমের আঘাত বোধহয় প্রয়োজন সব্বার, নিজেকে ভালোবাসার জন্য | একটা কবিতা বোধহয় সব্বার লেখা দরকার – হৃদয়ের স্পন্দন শোনার জন্য নিজেকে বোঝার জন্য | ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love
0 সাপ্তাহিক ধারাবাহিকে শাশ্বতী নন্দী (পর্ব – ৬) June 6, 2020 by · Published June 6, 2020 · Last modified July 11, 2020