কবিতায় নারায়ন কয়াল
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
হিংস্রতা
তুমি জানোনা নীলা আমার ঠোঁটে কত বিষ
নখেতে কত হিংস্রতা
প্রবৃত্তিতে আদিমতা
আমি বিশ বছর গুহাবাসী
অরণ্যের মাঝে আমার কালো রাত্রিবাস
সিংহের হিংস্রতা শিখিয়েছে শিকার ধরা
শিখিয়েছে ঝোপের আড়ালে কেমন করে টেনে নিতে হয় দেহ
উলঙ্গ সভ্যতায় আমার বেড়ে ওঠা
তুমি ভালোবাসলে ,
উলঙ্গ সভ্যতাকে তুলে আনলে আধুনিকতায়
হাতে হাত রেখে চলতে শেখালে…
বিশ্বাস রাখলে আদিমতায়
অথচ অন্ধকারে তোমারে শরীরে আদিমতার হিংস্রতার থাবা
রক্তাক্ত শরীর তবুও ভালোবাসতে শেখালে
আদিম প্রবৃত্তির অস্থিরতার কাছে নগ্ন করে দিলে শরীর
নগ্ন কোমরে উষ্ণ নিশ্বাস রেখে;
সর্বাঙ্গে আঁচড় দিলো
যোনিতে উগরে দিলো বিষ…
তবুও তুমি ভালোবাসলে…
মৃত্যুর আগে অধিকার চাইলে– সিঁথিটা রক্তে রাঙিয়ে দেবে?