কবিতায় দীপান্বিতা দত্ত
by
TechTouch Talk
·
Published
· Updated

বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা সাহিত্য নিয়ে মার্স্টাস করছি। পেশাগত লেখিকা না হলেও লেখালিখি করতে ভালোবাসি।
পুরুষতন্ত্র
যুগের সীমারেখায় প্রতি আঙ্গিকে
কর্তৃত্বকারী দলে গণ্য পুরুষ,
সংসার সীমায় কখনো স্বামী, কখনো পুত্রে
শক্তি হারায়নি পৌরুষত্বের।
জীবনের রঙ্গমঞ্চ কতই না বিচিত্র
সজ্ঞানেই করে ব্যভিচার আর পাপ,
চরম দুর্বৃত্তকারী ওরাই ধর্ষক
অধিকারের শীর্ষে পুরুষ ওরাই নারীখাদকের জাত।
সৌন্দর্য লালসায় উন্মাদ ওরা
সর্বগ্রাসী স্বভাবেই পরিচিত;
পুরুষ নামক দুরাচারী রাখেনি নারীর সম্মান,
এইভাবেই ওদের পৌরুষ আবার স্বীকৃত।
নারীর স্বরূপ উদঘাটনে অক্ষম
বল প্রয়োগেই ক্ষমতার প্রকাশ যাদের,
অহংবোধ ও পীড়া দানেই কৃর্তিত্ব চরম
সমাজে নারীর স্বীকৃতি সয় না ওদের।