দিব্যি কাব্যিতে মুরারি সিংহ

বাজে-কথা

সেই সব বাজে-কথা যারা আমাকে হলুদে-সবুজ অস্তিত্ত্ব দিয়েছিল
তাদের উদ্দেশে আমি একসঙ্গে এক জোড়া রবিবার বলি দিয়েছিলাম
বদলে তারা আমাকে শিখিয়েছিল
.                   শোনো, যিনি ঘুঘুদের অদেবতা,
.       কুমিরের-কান্না ও কুমড়োফুলের বদহজমের পিছনেও
.                                   তাদেরই মদত ফুলে ফেঁপে উঠছে
বাজে-কথারা আমাকে আরো বলেছিল, তুমি কি জানো,
হেমন্তকাল-মাখানো পাঁউরুটির ভিতর
.                             ঠিক কত ক্যালরি ব্রহ্মোত্তর আছে
তারপরেই তো মোবাইল-গেমের শীৎকার থেকে
.                             ফর্সা জল আমাকে শিকার করে নিল
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।