প্রেম কি ধরা দেয় না, কি জানি!
কেন সেই রবীন্দ্র সদনের সন্ধ্যা আজ বারবার মনে পরছে।
হঠাৎ করেই তোমার সাথে দেখা।
চিনতাম না তোমাকে, তোমার কথাই আকর্ষণ করাল।
কথার মাঝে মাঝে তোমার সেই আড় চোখের চাউনি।
যেন কি বলছে, শান্ত চোখে আমিও চোখ রেখেছি।
কথা চলছে সবার সাথে তুমিও আছো।
যেন কি একটা টানে আমি দাঁড়িয়ে ছিলাম।
মাঝে মাঝে তোমার হাল্কা ঠোঁটের হাসি যেন কি বলছে!
তবে কি তোমার এটা ভালোবাসা?
তোমার হৃদয়ের কোন কথার প্রকাশ!