জন্ম বর্ধমান জেলায় একটি সম্ভ্রান্ত জমিদার পরিবারে।শৈশব থেকেই বইয়ের আবহে বেড়ে ওঠা। শিক্ষা- বোলপুর ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। কবিতা পাক্ষিক,কৃত্তিবাস,শিলাদিত্য সহ বেশ কিছু লিটিল ম্যাগাজিনে পরিচিত মুখ।বিবাহসূত্রে বর্তমান ঠিকানা হাওড়ার শিবপুর।
অতঃকিম
খুলতে থাকি একটা ঘর থেকে আরো অনেক ঘর, একটা আমির ভিতর অনেকগুলো আমি’র হাত পা ছড়ানো অভ্যেসে।
নিজের কাছে নিজের স্পর্শের ধার কমে গেলে বরাবর শাদা খাতা ভরে যায় শূন্যতায়।গোলমেলে চাহিদায় টিক মার্ক দেয় দেয়ালের টিকটিকি।খিদের রকমফেরে আঙুলের ভূমিকা বদল হয়।