|| খেলিছো এ বিশ্ব লয়ে || সম্পাদকীয়
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
মেসায়া
কত শিশুখুলি ফেটে ঘিলু ছিটকে গেলে
তবে তুমি আসো?
কত কংস হিরণ্যকশিপু কেটে পিশে চিরে গেল
বন্দী বাবা মার সামনে কোমল আত্মজ
এখনো এলে না?
কারো কান্না পৌঁছয়নি তোমার আসনে
চিরে দেওয়া অপাপ কিশোরী
অসম্মানে দীর্ণ বধু মাতা
হে মানুষ হে জাগ্রত মন
আরো কত ঝিমোবে গুহায়
কত বলি চায় যুগ
কিসে বল ভর্তি হয় থালি
শব সাধনের অর্ঘ্য নানাবিধ নীতিজ্ঞ হেয়ালি
আহা ষাট কুম্ভীরাশ্রু ঘরে গিয়ে লম্বা সিগারেট
কাল সভা আজ রাতে দুটো মেয়ে ওই রুমে ভেট
খুব লেখালিখি হবে উত্তেজিত মস্ত আলোচনা
ছুতোর বা গয়লার ছেলে একটাও এখনো এলো না
ডাকো কবি হাহাকারে চিরে ফেল ভাংগা কণ্ঠ নালি
যদি জাগে অভ্যুত্থান খেটে খাওয়া মানুষের ঘর থেকে
দেওয়াল ফাটিয়ে আসে নরসিংহ ঈশা বনমালী।
সোনালি