কাব্য কথায় অমলেন্দু কর্মকার

এই রাত তোমার আমার

ওই যে দূরের ছাদে হয়তো বা নারিকেল ডালে ;
নিঃসঙ্গ পাখিটা রোজ, মাঝরাতে ডেকে ডেকে সারা,
চোখ গেল.. চোখ গেল.. চোখ…
চতুর্দশী চাঁদ খালি বখাটে মেঘের সাথে,
লুকোচুরি খেলে..
কখনও বা মেঘেদের সাথে …
মিছে ডানা মেলে ধরা, মিছেই মিছিল!
তোমার অস্তিত্ব খুঁজে দিশাহারা সবকটা বক…
ওদের ডানার ক্লান্তি ঝরে পড়ে আমার নাভিতে;
শুয়ে থাকি অন্ধকার রাতে,
রাত বাড়ে,
ডুবে যায় একেএকে সবকটা তারা,
বেহায়া পাখিটা তবু ডেকে যায়…
চোখ গেল.. চোখ গেল.. চোখ… … .. …
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।