আজ খুব খূশির দিন। জীবনের সেই মুহুর্তপূর্ন দিনটা চলে এসেছে। কিন্তু খুশির মাঝে বাবা মার মন যেন খারাপ। আজকে যে চলে যেতে হবে অনেক দূর। স্টেশনে যাওয়ার প্রস্তুতিতে বাবা মার চোখে জলের বন্যা। সেই দেখে আমার চোখের মধ্যে জল চলে এল যে। কিন্তু নিজের জন্য,ঘরের জন্যঅনেক দূর যেতে হবে। স্টেশনে ট্রেনের আশাই বসেআছি ঠিকই কিন্তু মন যেন না যাওয়ার আপ্রান চেষ্টা। কিছু সময় হওয়ার পর ট্রেন এসে হাজির। পা আর মন যেন না যাওয়ার জন্য পিছুটানছে। পেছন ফিরে দেখি বাবা মার চোখের জলের বন্যা। কিন্তু দেশের জন্য যে যেতে হবে আমাকে। কয়েক বছর হওয়ার পর বিদেশের এক ভয়ঙ্কর ভাইরাস এসে হাজির আমাদের মাঝে। দেশের সব মানুষ নিজেদের বাড়িতে নিজের পরিবারে সাথে দিন কাটাচ্ছে। কিন্তু আমাদের যে দেশের জন্য পরিবারের জন্য বাড়ির থেকে আলাদা হয়ে কাজ করে যেতে হবে। জীবনটাই আমাদের দেশের অন্যদের থেকে আলাদা। ভাইরাস আসুক আরঅন্য কিছু বিপদ আসুক আমাদের দেশের জন্য বাইরে থেকে কাজ করে যেতে হবে। আমরা হলাম দেশের সৈনিক । নিজের জন্য নয় দেশের জন্য কাজ করাই হচ্ছে আমাদের ধর্ম।