কর্ণফুলির গল্প বলা সাপ্তাহিক ধারাবাহিকে সৈয়দ মিজানুর রহমান (পর্ব – ১৪)

অনন্ত – অন্তরা

“তোমায় না পেয়ে বন্ধু মন মোর জাগে স্বপনে –
হলুদ জমিন লাল পাড়ে পরলে তুমি ঢং তার আটপৌড়ে
আলতা পায়ে- নুপূর তার এক পায়ে-
কাজল বরণ কেশ তার- খোঁপায় গুঁজা গোপাল সাদা-
প্রেয়সীর সাঝে সেও সেজেছে এ যেন নব যৌবনা প্রকৃতি !
কী অপূর্ব প্রকৃতি-
ঐ চরণ যেন যায় ছুঁয়ে হৃদয় –
সবুজ, ধুসর মেঘ, নুড়ি পাথর বুকে আগলে
ধন্য জনম তোমার পরশে ।”
হঠাৎ সোরগোল বাইরে চোর চোর আওয়াজ তুলে ভাবনায় আকাশ ভেঙ্গে পড়লো সুখের বৃষ্টি বন্ধ হলো ! এমন প্রায়ই ঘটে এখানে! চুরি-ছিনতাই হয় অহরহ বিভিন্ন জায়গায়, তা শুনি- কী আজব পেশায় নিয়োজত ?- অস্ত্র, সন্ত্রাস, মাদক- নেশা, ধর্ষণ, বিবেক ধ্বংস- সমাজের অবক্ষয় কী দিয়ে ঠেকাবে? অর্থনৈতিক উন্নয়নের সাথে মানবতার উন্নয়ন একসাথে চলতে পারলেই শান্তির হাওয়া চলবে বয়ে ।
অনন্তকে ফোন করছি বার বার কিন্তু সুইচ অফ পাচ্ছি ! এতো তাড়াতাড়ি কি ঘুমে পড়লো? হতে পারে আজ বেচারার অনেক কষ্ট হয়েছে । আমি সন্ধ্যা অনন্তের কত কাছের বন্ধু সেটা আজ নির্লোভ চোখ দুটি দেখে বুঝে নিয়েছি, ও কত ভালো – আমার জীবনের সেরা এই একমাত্র বন্ধু অনন্ত যাকে পূর্ণ বিশ্বাস করা যায় । অনেক মায়া আছে ওর চোখ দুটিতে আছে অনড় বিশ্বাস দরদ ভরা কথা মায়া ভরা কথারমালা তাছাড়া আমার পরিবারও ভাবনাহীন হয়ে ছেড়ে দেয় ওর হাতে- কতটা বিশ্বস্ত হলে এমনটি হওয়া সম্ভব ভাবি মনে একা একা !!!
হ্যালো- কেমন আছেন? –এই যে বিধ্বংসী আছেন ওপাশে? নাকি এসেই ব্যস্ত হয়ে পড়েছেন? দয়া করে আমায় একটু কৃপা করুণ – সেই কখন থেকে আছি বসে পথ চেয়ে আপনার সোজা কথা শুনবো ভেবে ।
হুম- ভালো আছি, অনেক ভালো- বলতে পারেন দারুণ আছি হেব্বি আছি- নিশ্চয় আপনি ভালো আছে তাই আর জিজ্ঞাসা করলাম না । তা কী মনে করে আমার দুয়ারে হানিলেন আঘাত? কোন সমস্যা হয়নি তো? পালানোর জায়গা কিন্তু আমার বাসায় নেই- সেটা ভেবে যা বলার ঝটপট বলে ফেলুন ।
আপনার তেজ কথায় আমি ভুলে গিয়েছি সব ! কী বলবো বুঝতে পারছি না এখন । কত কথা সাজিয়েছিলাম সব পন্ড করে দিলেন! এতো নিষ্টুর হলে কি হয় বলুন? একটু সহজ হলে কী হয়?
হি হি হি — ঠিক আছে আমি সহজ হলাম – এবার বলুন কী বলতে চান? কী ব্যাপার- ভয়ে পালিয়ে গেল না তো(মনে মনে বলছি)। হ্যালো—
জ্বী— আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না — আমাকে আগে স্বাভাবিক হতে দিন পরে কথা বলল – ভালো থাকবেন –
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।