কবিতায় তানিয়া

অধিকার
নিজের বলেতো কিছু রাখিনি!
সবটুকু গচ্ছিত সে বাম বুকপকেটে।
তবে? কিসের অন্বেষণ!
কেনই বা টান ধরে প্রত্যয়ে!
কেনই বা হারায় চোখ প্রতি পলে!
খুঁজতে থাকা হাত খুঁজছে অবিরাম
নিবিড় থেকে আরো নিবিড়ে…
এমন হয়নি তো কখনো আগে!
কেউ কখনো এঁকে দেয়নি আগে লক্ষ্মণ রেখা
নিজস্ব জলরঙ দিয়ে,
গড়েনি যৌথ খামার পরম যত্নে।
অতঃপর!…
ক্রমশ গুটিয়ে যাচ্ছে কেউ, আদরে আহ্লাদে।
কী নাম যেনো এর! কী নামে ডাকা যায় তারে!… বাঁধন?
যদি ডাক নাম দিই শাসন, আর ভালোনাম ভালোবাসা!