“আমি ও রবীন্দ্রনাথ” বিশেষ সংখ্যায় কুমারেশ তেওয়ারী
by
·
Published
· Updated
আমার রবীন্দ্রনাথ
তবুও সময় পেলে মাঠে যাই। বাতাসীয়া বাঁশি
ঠোঁটের নিবিড়ে ধরে ফুঁ দিলে অবাক দেখি
গীতের বিতান ছেড়ে বের হয়ে আসে অনন্তের সুর
কখনও গহীন ডুবে, ভেসে উঠি মূর্খ এক চাষি
কখনও গেরস্ত সেজে ঝুড়ি ভরি ফলের বাগানে
রবির কিরণ মেখে নারীটিকে, কক্ষপথ কথা
তোমারই ধ্যানস্থ রূপে খুঁজে পাই মাটির নরম
তোমাকেই ভাঙি রোজ, গড়ি নির্মাণ ও বিনির্মাণে
শরীরী প্রলাপ ঢেকে বাউলের আখড়ায় যাই
দেহতত্ব খোঁজ করি বাউলিয়া গানের ভেতরে
“তুঁহু মম” দিয়ে যায় ধুলোবালি ভানু পদাবলী
গোপন মুদ্রাটি এনে বায়বীয় প্রণাম ছড়াই
এত রক্ত কেন? ভাবি,রাজর্ষির এ কোন বিচার?
খুলে খুলে পড়ে যাক যাবতীয় ছদ্মবেশ প্রথা
মহর্ষির নিহিত বাণীর থেকে তুলে নিতে চাই
শান্তির আবহ মাখা সেতারের পয়মন্ত তার