জন্ম ১৯৭১, বাঁকুড়া
নব্বই দশক থেকে লেখালেখি শুরু
পেশা:চিকিৎসক
প্রকাশিত বই: তিরিশে ফেব্রুয়ারি, স্পার্ক অ্যাভেনিউ, কাগজের হারপুন
হাইকু
জর্জ স্বেদে
(জন্ম : ২০ নভেম্বর, ১৯৪০, লাটভিয়ার রিগায়, থাকেন কানাডার টরেন্টোয়। কবি, মনস্তত্ত্ববিদ, শিশুসাহিত্যিক। কবিতা লেখা শুরু ১৯৬৮তে, পরের বছর প্রথম কবিতা প্রকাশ। এখনও অব্দি তাঁর ৫৪টি বই প্রকাশিত হয়েছে, তার মধ্যে ৪০টি কবিতা সংকলন। মিনিমালিস্ট কবিতা ও হাইকু চর্চায় পৃথিবীতে অন্যতম নাম জর্জ স্বেদে। এর আগে ২২টি ভাষায় অনূদিত হয়েছে তাঁর লেখালেখি। বাংলায় এই প্রথম তাঁর লেখা এই ৮টি হাইকুর অনুবাদ)