• Uncategorized
  • 0

আসছে! ‘MURDERER (The Point of View)’

লিখেছেন – সুশান্ত সরকার

একটা অপরিকল্পিত খুন বা বলা যায় Accidental Death, খুনি একজন পুলিশ officer, পরকিয়া, blackmail, একজন detective, mobile phone, আর একটা গোটা রাত
হত্যা আর হত্যাকারীর একই flat এ সহাবস্থান, এবং খুনির চোখ camera’র lens……
অদ্ভুত রহস্য!!
ঘটনার মাকড়শা খুব সন্তপর্ণে জাল বোনে শুরু থেকে আর রহস্যের পারদ চড়তে থাকে ক্রমাগত, আর আমরা কখন যেন নিজের অজান্তেই পর্দার ওপারে চলতে থাকা রহস্যের কাল্পনিক চরিত্রর সাথে একসাথে মিলেমিশে সেই মৃত্যু বা হত্যার অংশিদার হয়ে উঠি
Thriller বা Murder mystery ধারার Cinema’র একমাত্র demand সেটাই
যেখানে রহস্যটাই প্রধান, ঘটনা আপেক্ষিক, আর চরিত্ররা প্রতিকী
আর প্রতীকই এমনি এক কারসাজি করেছেন, আজ্ঞ্যে আমি প্রতীক সরকার এর কথা বলছি,
যিনি নিজেই রহস্যের জাল বুনেছেন, বিস্তার করেছেন, আবার রাত কাটিয়ে ছড়িয়ে থাকা জট গুলো কুড়িয়ে নিয়েছেন দক্ষ হাতে। আর শেষমেশ ‘সন্দেহটা কিন্তু থেকেই যাচ্ছে’?
আগামী 12th June রাত ৯টা
CineCafe Kolkata YouTube channelRLC Entertaiment খুলবে এই মৃত্যু বা হত্যার জট, তার নতুন ছবি
MURDERER (The Point of View)
ছবির গল্প, নির্দেশনা, প্রযোজনা, আলোকচিত্র এবং main protagonist প্রতীক সরকার নিজেই
সহ প্রযোজনা করেছে Spring Water, সাথে আছে Pogo
আর তাই সবমিলিয়ে ভরসা আর অপেক্ষা দুটোই রাখা যায় খুব সহজে
Thriller ধর্মী Cinema’র আর দুটি প্রধান উপাদান Background Score আর Editing এর রাশ ধরা আছে রাকেশ দত্ত (BGM) আর অমিতাভ পাঠকের(Editing) হাতে।
তাহলে আর কি? আর বোধহয় কিছু সময় তার পর Murder, mystery আর sensation
তাই কোন Notification আসার আগেই Phone টা charge দিয়ে battery full করে রাখুন আর 12th June রাত 9 pm wait করুন
খুনির চোখে খুন দেখতে… MURDERER (The Point Of View)
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।