মানুষ আর হিংস্রতা আর মৃত্যু , ক্লান্ত হয়ে গেল মন এই ধাক্কা পেতে পেতে।
এত অসহিষ্ণু মানুষ ?
শৈশবের খেলাধুলার হাসিটুকুও সহ্য করেনা ?
একেবারে মেরেই ফেলে শিশুদের ?
আকাশ বাতাস জল মাটি সবাই বুঝি তাই মুখ ফিরিয়ে নিচ্ছে মানব জাতির দিক থেকে।
এর মধ্যেই একটু আশার আলোর খবর এল অধুনা বিশ্ববিদ্যালয়ে উন্নীত ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজিস মানে পুরনো শিবপুর বি ই কলেজের কাছ থেকে। প্রায় আড়াইশ গাছ, যাদের অনেকের বয়েস কলকাতার বয়সের কাছাকাছি, সমূলে উপড়ে গেছে আম্পানে। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানমনস্ক কর্তৃপক্ষ, উদ্ভিদবিজ্ঞানের বিশেষজ্ঞদের এনে এদের বাঁচিয়ে তুলছেন। বাইরে চলে আসা বিরাট শিকড়ে জল দেওয়া চলেছে কাপড় জড়িয়ে রেখে। ক্রেণ এনে এবং হরমোনের সাহায্যে সোজা করে দাঁড় করানো যাচ্ছে গাছেদের। বাকি কলকাতায় এত শিকড় আর ডালপালা কাটা পড়ে অজস্র মৃত মানুষের মত রোজ কান্না পায় দেখে।
এই খবর তবু একটু আনন্দ নিয়ে এল।
প্রাণ রক্ষা পাক।
হে মানুষ ভালবাসো।
ভালবাসতে ভুলে যেওনা।
এইটুকুই প্রাণপণ চাওয়া।