টেকটাচটকের হইচই কবিতা কার্নিভালের দ্বিতীয় পর্ব নিয়ে এলাম। গত সংখ্যায় কুড়িজন কবির কবিতা ও অনুবাদ ছিল। এবারে সেই সংখ্যা ছাপিয়ে গেছে। পঁচিশ জন কবি এসেছেন আমাদের মাঝে। পরে এরকম সংখ্যা আবারও করব নিশ্চিত। তবে সংখ্যার বিচারে শুধু না, আমাদের লক্ষ্য—প্রবীণ থেকে নবীন কবির সেরা কবিতাগুলি তুলে ধরা। আসুন তবে শুরু করা যাক আমাদের কার্নিভাল। আপনারাও এই কার্নিভালের অংশ।