“রথযাত্রা Special” কবিতায় অঙ্কুশ পাল
by
·
Published
· Updated
ওরে দেখ রে তোরা
চোখটি মেলে
নাথ আমার এসেছে চলে
আমার দুয়ারে
আজ সে হাঁটে আমার মতো
দুই বাহু তার ভক্তের কাঁধে
ওরে দেখ রে তোরা
চোখটি মেলে
নাথ আমার এসেছে চলে
গৃহের বাহিরে!
ওরে দেখ রে তোরা
চোখটি মেলে
নাথ আমার, সেজেছে ফুলে
সুবাস ছড়ায় চন্দন তাঁর
নাচে তার ভক্ত সব
তারই চরণতলে
ওরে দেখ রে তোরা
চোখটি মেলে
নাথ আমার এসেছে চলে
গৃহের বাইরে!
ওরে দেখ রে তোরা
আমার কাননে
রঙ লেগেছে নাথ এলো বলে
তাঁরই চরণধূলিতে রাঙা
আমার বৃন্দাবন
নাথ তুমি এলে চলে
আমার এত কাছে
তোমার সকল তুমির কাছে
ভরিয়ে দিলে তাদের প্রাণ
তোমার মহামহিমায়!
ওরে দেখ রে তোরা
চোখটি মেলে
নাথ আমার, নাচে আমার তালে
হাসে সে আমার সাথে
খেলে সে আমার সাথে
কি মহানন্দে
দেখ রে তোরা
চোখটি মেলে
নাথ আমার এসেছে চলে
আমার দুয়ারে!