মেহেফিল -এ- শায়র রুবেল হাবিব (ছড়া)
লিখবো ছড়া
ধরার মাঝে বসে ভাবি
লিখতে হবে ছড়া
সেই ছড়াটি হবে এমন
কড়কড়ে কড়কড়া।
সেই ছড়াটি বলবে কথা
বলবে হেসে হেসে
এক দেশে এক রাজা ছিল
আসলো বীরের বেশে।
কিংবা ছড়া বলবে কানে
কুহু কুহু তানে
কৃষক ফলায় সোনার ফসল
ভাটিয়ালি গানে।
জল ছলও ছল নদীর জলে
বৈঠা হাতে মাঝি
বলবে ছড়া এমনভাবে
জোনাক আলোয় সাজি।
বলবে ছড়া পাখির কথা
ছন্দে মেলে ডানা
এমন ছড়া মিলবে কোথা
ঠিকানা যে জানা।
তাই ছুটলাম গাঁয়ের পথে
সংগে নিয়ে বাঁশি
লিখবো ছড়া লিখবো আমি
লিখবো রাশিরাশি।
লিখবো ছড়া গাঁয়ের
লিখবো ছড়া মায়ের
লিখবো ছড়া কাগজ মেলে
ময়ুর পংখী নায়ের।