মেহেফিল -এ- শায়র বনলতা সূত্রধর
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
যৌতুক
উত্তরাধিকার সূত্রে মায়ের কাছে পেয়েছি
আকাঙ্খা লুকিয়ে রাখার একটা দেরাজ
পুরোনো, সেকেলে কিন্তু মজবুত
মা শিখিয়েছিল কিভাবে শাড়ির ভাঁজে ভাঁজে
ন্যাপথলিনের সাথে লুকিয়ে রাখতে হয় তাদের
ভাদ্রের রোদে বড় সন্তপর্নে সেঁকে নিতে হয়
শ্রাবণ যে বড়ো প্যাচপ্যাচে
সাদা কাপড় কাটা পোকারা কে জানে কখন
কাপড়ের সাথে সাথে তাদেরও………………
তারপর যত সময় গ্যাছে ,
দেরাজে কাপড় বেড়েছে ততই
সঙ্গে ন্যাপথলিনের গন্ধ ও
অন্য কেউ না পারলেও
আমি আলাদা ভাবে চিনে নিতে পারি
আকাঙ্খার নিজস্ব গন্ধ কে
মাঝে মাঝে কাপড়ের ভাঁজ পাল্টে নিই
হলুদ বসন্তের দাগের ভয়ে
সজীব থাকে আকাঙ্খাও
কে যেন বলেছিল কোনোকালে
আকাঙ্খা ফুরিয়ে গেলে
পুনর্জন্ম পায়না মানুষ
আর আমি তো পরজন্মে বিশ্বাসী।