আমার খুব ঈর্ষা হয়,
যখন দেখি তোমার ভাঙা ঘরে জোৎস্নার আলোতে তুমি স্নানে ডুবে যাও
আমার খুব ঈর্ষা হয়,
যখন তোমার অর্ধ শরীর জুড়ে শুধু বৃষ্টির ঘ্রাণ ঘুরে বেড়ায়!
আমার খুব ঈর্ষা হয়
তোমার আমার আলিঙ্গনের মূহুর্তে পাখি এসে তোমাকে গান শুনিয়ে যায়!
আমার খুব ঈর্ষা হয়
যখন তুমি ঐ চাতককে বুক পেতে দাও ;
তোমার বুক ছেয়ে রয় বৃক্ষের বনভূমি
মাটি আর শেকরের শেকলে তোমার হৃদয় বাঁধা
তোমার বৃক্ষের লতায় জড়ানো স্বর্ণ কুমারী শ্বেত গোখরা
শ্বেত গোখরার চুম্বনে তোমার পৃথিবী ডুবেআছে
পাখিদের গুঞ্জনকিচিমিচি কচি ডালের ভ্রমর শাখায়!
আমার খুব ঈর্ষা হয়
যখন দেখি তুমি তোমার নদী শুকোতে দিয়েছ মরু উঠোনে ;
মরুভূমি করেছে পান তোমার সবটুকু জল
তোমার শরীর নিঃসৃত হয়ে বেরিয়ে আসে ক্যাকটাসের বুক ফাটা রস
তোমার লোমকূপ এখন কাঁটায় জড়ানো
তোমার হৃদয় জুড়ে কাঁটাতারের বেড়া
তুমি করছ পান মরূদ্যানের বুক কাঁটা গাছের দুগ্ধ পান
এখনতুমি শুধু শুকনো নদীর ফাটা মাটি ।
আমার খুব ঈর্ষা হয়
যখন তুমি বিলীন হয়ে যাও
আকাশ পাখি জোৎস্নাদের বাহুতলে ।
আমার খুব ঈর্ষা হয়
যখন তোমার ভাঙা ঘরে জোৎস্নার আলিঙ্গনে হয় প্রেমের মৃত্যু মেলা ।