মেহফিল -এ- কিসসা আকতার জাভেদ
নেকড়ে ও সঙ্গীরা
(ডুবতে থাকা চোখে গভীর তাম্রলিপি‘র অংশ )
– আমি তখন উড়ছিলাম; ঠিক অন্যত্র একটা নেকড়ে ও তার সঙ্গীরা আমাদের বসতবাড়ি ঘিরে পড়ে যাচ্ছিলো পুরো শাহ‘নামা। ক্লান্ত আমি নেমে আসি; খুব কাছে একটা সরু ডাল। চুপচাপ!
দেখছি, শুনছি আর ভাবছি, রেইনফরেস্ট গুলো আজকাল নেই তাই পুরো মাটির ফাঁকে দেখি বিস্তর লাল মৃত্তিকা। অজস্র শিরায় নদী হয়ে আছে আর তারা ধীরে ধীরে বৃষ্টিহীন আমাদের উঠোনে টোকা দেয়–
– শংকিত আমি; পুরোটাই ভেস্তে যাবে নাতো। সবুজ ঘাস আর বৃষ্টির আশায় উড়ছি তো বহুদিন। ঝড়ের প্রতি ভ্রুকুটি নেই তবুও ভয় হয় দিন দিন– কারা যেন নিয়ে যাচ্ছে প্রিয় ফুল; কেউ যেন ছুঁয়ে দিচ্ছে পুরো রেইনফরেস্ট – কেউ যেন হানা দিচ্ছে স্বপ্নের গলিতে।
পুরোনো পাঠসূত্রে নিস্তব্ধতা, বুঝি না তো আজকাল শব্দের স্বরলিপি,